মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্বপ্ন সফল
ইনকিলাব ডেস্ক : ১৪ বছর জেলে কাটালেও চিকিৎসক হওয়ার সংকল্প থেকে সরে আসেননি। শেষমেশ ৪০ বছর বয়সে সেই স্বপ্নপ‚রণ হল তার। গত বছর এমবিবিএস পরীক্ষায় পাস করার পর চলতি মাসেই নিজের ইন্টার্নশিপ শেষ করেছেন। এ বার চিকিৎসক হিসেবে কাজ শুরু করেছেন ভারতের কর্নাটকের সুভাষ পাটিল। এবিপি।
৭০ বছরে হারালো
ইনকিলাব ডেস্ক : প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। জানা যায়, ধর্ষণ চেষ্টার সময় ওই বৃদ্ধ তার পুরুষাঙ্গ হারান। ভারতের পশ্চিম্ববঙ্গের ২৪ পরগনা জেলার ক্যানিং দাড়িয়া তেঁতুলবেড়িয়া গ্রামে ঘটেছে এই ঘটনা। ওয়েবসাইট।
জীবন্ত দগ্ধ ৪
ইনকিলাব ডেস্ক : স্কুল থেকে ফেরার পথে গাড়ির ভিতরেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো চার শিশুর। তাদের মধ্যে বছর তিনেকের একটি মেয়েও রয়েছে। বাকিদের বয়স ১০ থেকে ১২-র মধ্যে। শনিবার ভারতের পাঞ্জাবের সঙ্গরুর জেলার কাছে লঙ্গোয়াল-সিদসমাচার রোডের উপরে এই দুর্ঘটনাটি ঘটে। এবিপি।
২২ দিন পর
ইনকিলাব ডেস্ক : করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে খুব একটা বাইরে বের হচ্ছেন না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। প্রায় ২২ দিন পর এবার জনসম্মুখে এলেন তিনি। পিয়ংইয়ংয়ে প্রেসিডেন্ট কিম জং উন উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা জানান। কেসিএনএ।
৬৪০ কি.মি.দেয়াল
ইনকিলাব ডেস্ক : মেক্সিকো সীমান্তে ছয়শো ৪০ কিলোমিটার দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ২০২০ সালের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। ইতিমধ্যে এক’শো ৬০ কিলোমিটার নির্মাণ কাজ শেষ হয়েছে। ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনি ইশেতাহারে ছিলো এটি। রয়টার্স।
তিন দেশ
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া পুরো বিশ্বকে বিপজ্জনক করে তুলছে বলে মন্তব্য করেছে জার্মানি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেইয়ার বলেন, তিন পরাশক্তি বৈশ্বিক ব্যবস্থাকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।