Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৮ এএম | আপডেট : ১২:০৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২০

সউদী আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেনের আল জাওফ প্রদেশে ৩১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ১২ জন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ হামলা চালানো হয়। এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইয়েমেনে হুথি আন্দোলন সউদী আরবের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন দাবি করার পর এ হামলার ঘটনা ঘটলো। যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এবং সউদী জোটের হামলা ঘটেছে একই এলাকায়।

খবরে বলা হয়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) হুথিরা সউদী আরবের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করে। এর ঘণ্টা কয়েক পরেই এ হামলার ঘটনা ঘটে।

ইয়েমেনের জন্য জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং মানবিক সমন্বয়কের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে মাঠ পর্যায় থেকে পাওয়া তথ্যমতে যতটুকু মনে হচ্ছে হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এ হামলায় আরও ১২ জনের মতো আহত হয়েছেন।

সউদী নেতৃত্বাধীন জোট ২০১৫ সালের মার্চে হুথি আন্দোলনের (ইরান সমর্থিত) বিরুদ্ধে ইয়েমেনে অভিযান শুরু করে। এরপর থেকে এ জোটের হামলায় অসংখ্য ইয়েমেনি প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়েমেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ