পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবীতে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি চলছে। নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিলটি নাইটেংগেল মোড়ে আসার আগেই মিছিলে চারপাশ থেকে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন।
আজ শনিবার বেলা ১টা ৫০ মিনিটে প্রথমে দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়।
এরপর আস্তে আস্তে আশপাশের এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।
এর আগে শনিবার সকল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ঘিরে রাখা হয় বিএনপির কার্যালয়।
পুলিশের পল্টন জোনের উপ কমিশনার এনামুল হক মিঠু বলেন, আমাদের কাছে বিক্ষোভ মিছিলের অনুমতি নেই। সেজন্য আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নয়াপল্টনে অবস্থান নিয়েছি।
এদিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের অবস্থান বাড়লে পুলিশ হোটেল ভিক্টোরিয়া ও আশপাশে অবস্থান নেয়। এ সময় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি দাবী করে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।