মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পত্রবোমা বিস্ফোরণ
ইনকিলাব ডেস্ক : হল্যান্ডে দুটি কথিত ‘পত্রবোমা’ বিস্ফোরণ ঘটেছে। এর একটি রাজধানী আমস্টারডামের একটি অফিস ভবনের মেইল রুমে এবং অন্যটি দেশটির কেরক্রাডে শহরে চিঠি বাছাইয়ের একটি কোম্পানিতে বিস্ফোরিত হয়েছে। বুধবার সকালের এ দুটি ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। রয়টার্স।
৫ হাজার আক্রান্ত
ইনকিলাব ডেস্ক : চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার নতুন করে আরো পাঁচ হাজার আক্রান্তের খবর জানিয়েছে। আরো ১২১ জন ভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক হাজার ৩৮০ জনে পৌঁছালো। সিনহুয়া।
১ লাখ কনডম
ইনকিলাব ডেস্ক : ভালোবাসা দিবসে নিরাপদ যৌনমিলনে উৎসাহিত করতে মেক্সিকো সিটিতে এক লাখ কনডম বিনাম‚ল্যে বিতরণ করা হয়েছে। বার্ষিক এই ভালোবাসা উৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার মেট্রো রেল স্টেশনগুলোতে চটকদার কনডম স্টাইলের পোশাক পরে প্রচারকর্মীরা এগুলো বিতরণ করেছেন। রয়টার্স।
গুলি করে হত্যা
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। পাবলিক গোসলখানায় যাওয়ার পর তাকে হত্যা করা হয়। চীন থেকে ফেরার পর ওই বাণিজ্য কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। ডেইলি মেইল।
নিষেধাজ্ঞা
ইনকিলাব ডেস্ক : ‘ইসলামী পবিত্রতা রক্ষায়’ ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন নিষিদ্ধ করা হয় ইন্দোনেশিয়ার বান্দা আচেহ শহরে। দিনটি উপলক্ষে বিশেষ কোনও অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সতর্ক করা হয় সেখানকার সব হোটেল, রেস্টুরেন্ট, বিনোদনকেন্দ্রগুলোকে। রয়টার্স।
মাদুরোর সমর্থনে
ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থনে দেশটির রাজধানী কারাকাসে হাজার হাজার মানুষ মিছিল করেছে। এ সময় প্রেসিডেন্ট মাদুরো তার দেশের যুবকদেরকে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিয়ে মাতৃভ‚মিকে রক্ষার আহবান জানান। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।