Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

৩০ লাখ টাকার সুতা উদ্ধার : গ্রেফতার ৮

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রাম ইপিজেড থেকে চুরি হওয়া আমদানি করা ৩০ লাখ টাকার সুতাসহ চোরচক্রের আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার পর্যন্ত টানা অভিযানে চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবির একটি টিম। তারা হলেন- মো. আমজাদ হোসেন (২১), মো. আবছার উদ্দিন ওরফে রাব্বি (১৯), মো. মামুম মিয়া (২৬), মো. নাজমুল হক (৩৪), মো. ইলিয়াছ (৪০), মো. আফজাল হোসেন (২৬), মো. কবির হোসেন (৩০) ও হোসাইন আল মাকসুদ ওরফে সনেট (৩৬)।
এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথ জানান, তাদের দেওয়া তথ্যে চুরি হওয়া ৩০ লাখ টাকা মূল্যের ৩৩০ কার্টুন সুতা উদ্ধার করা হয়। গত ৪ ফেব্রæয়ারি ইপিজেড থেকে গাজীপুর নেওয়ার পথে চুরি হয় কাভার্ড ভ্যানভর্তি সুতা। পরে ৭ ফেব্রæয়ারি ইপিজেড থানায় মামলা দায়ের করেন সুতার মালিক।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ