Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্লামেন্টে সশস্ত্র বাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

কিছুক্ষণের জন্য এল সালভাদরের পার্লামেন্ট দখল করে নিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে ও তার সমর্থক একদল সশস্ত্র সৈন্য। অপরাধী দলগুলোর সহিংসতা দমনের জন্য প্রস্তাবিত একটি পরিকল্পনায় আইনপ্রণেতাদের সমর্থন আদায়ে চাপ সৃষ্টি করতে রোববার এমনটি করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। যুদ্ধ সাজে সজ্জিত সৈন্যরা পার্লামেন্টে প্রবেশ করে তাদের বাহিনীগুলোকে উন্নত উপকরণে সজ্জিত করার জন্য প্রেসিডেন্ট প্রস্তাবিত ১০ কোটি ৯০ লাখ ডলারের একটি ঋণ অনুমোদনের দাবি জানিয়েছে, খবর বিবিসির। বুকেলে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগম‚হুর্তে সৈন্যরা ভবনটিতে প্রবেশ করে। এ সময় পার্লামেন্টে প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত আসনে বসেছিলেন বুকেলে। পার্লামেন্টের ওই বিশেষ অধিবেশনে তখন অল্প কয়েকজন এমপি উপস্থিত ছিলেন। বুকেলের মন্ত্রীসভা পার্লামেন্টের এই বিশেষ অধিবেশনের ডাক দিয়েছিল। বুকেলে গত বছরের জুনে এল সালভাদরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। মধ্য আমেরিকার দরিদ্র এই দেশকে অপরাধী দলগুলোর সহিংসতা ও দুর্নীতি মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খুনের হারে বিশ্বের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে এল সালভাদর অন্যতম। অধিকাংশ সহিংসতার ঘটনাই এল সালভাদরের বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তারিত করে রাখা অপরাধী দলগুলোর কাজ। এইসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে লড়াইয়ে থাকা পুলিশ ও সশস্ত্র বাহিনীগুলোর উপকরণ উন্নত করতে ওই ঋণ ব্যবহার করতে চান ৩৮ বছর বয়সী এই প্রেসিডেন্ট। পুলিশের যানবাহন, পোশাক, নজরদারি সরঞ্জাম ও হেলিকপ্টার কিনতে ওই অর্থ খরচ করতে চান তিনি। কিন্তু রোববার অধিকাংশ এমপি-ই প্রস্তাবিত বিল নিয়ে বিতর্কে যোগ না দেওয়ার
সিদ্ধান্ত নেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পার্লামেন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ