Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে আবারো সরকারবিরোধী বিক্ষোভ-সমাবেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ৪:২১ পিএম

ইরাকে আবারো সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। জনতার বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশটির বড় শহরগুলো। রাজধানী বাগদাদ, নাজাফ ও নাসিরিয়ার মত বড় শহরগুলোতে হাজার হাজার ইরাকি সামবেশ ও বিক্ষোভ করছে। নবনিযুক্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ আলাউয়ি বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় তারা। কয়েকদিন বন্ধ থাকার পর রবিবার বিকেলে নতুন করে রাস্তায় নেমে আসে আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের দাবি, দুর্নীতিবাজ ও অসৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরিয়ে সামাজিক ও অর্থনৈতিক সংস্কার করতে হবে। এছাড়া আন্দোলনকারীদের ওপর সম্প্রতি প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদরের সমর্থকদের হামলারও নিন্দা জানায় তারা।
প্রসঙ্গত,কয়েক মাস ধরে চলমান বিক্ষোভে ইরাকে নিরাপত্তাবাহিনীর সাথে সংঘর্ষে প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ