মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর শুক্রবার বাগদাদ দূতাবাস ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইরানের কুদস ফোর্সের নেতাকে হত্যার পর পাল্টাঘাতের আশঙ্কায় এই নির্দেশ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাক ও অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের দূতাবাস আমেরিকার নাগরিকদের ২০২০ সালের ভ্রমণ নির্দেশিকা মেনে চলা এবং অবিলম্বে ইরাক ত্যাগের আহ্বান জানাচ্ছে। মার্কিন নাগরিকদের সম্ভব হলে বিমানে ভ্রমণ করা উচিত। এটি সম্ভব না হলে সড়ক পথে অন্য দেশে চলে যান।
কুদস ফোর্সের প্রধান ও ইরাকের মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিকে বিমান হামলায় হত্যার কয়েক ঘণ্টা পর এই নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বাগদাদের বিমানবন্দরে ইরাকের বিমান হামলাকে জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পস কুদস ফোর্সের প্রধান নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
কাসেম সোলেইমানি ছিলেন ইরানে জনপ্রিয় একজন সামরিক ব্যক্তিত্ব। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে তিনি ছিলেন বিপজ্জনক শত্রু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।