Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৭ জন হত্যা নজিরবিহীন ঘটনা : থাই প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৪৯ পিএম

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ‘ব্যক্তিগত সমস্যা’র বশবর্তী হয়ে এক সেনা সদস্যের গুলিতে ২৭ জনকে হত্যার ঘটনা জাতিকে হতবাক করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুট চান-ও-চা। খবর এএফপি’র।
তিনি বলেন ‘থাইল্যান্ডে এটি একটি নজীরবিহীন ঘটনা, এবং আমি চাই এ ধরনের সংকটজনক ঘটনা যেন আর না ঘটে।’ তিনি এ সময় এক হাসপাতালের বাইরে অবস্থান করছিলেন। শপিং মলে প্রায় ১৭ ঘন্টার এ মর্মান্তিক ঘটনার পর সেখান থেকে মৃতদেহগুলো ওই হাসপাতালে উদ্ধার করে আনা হয়।
এদিকে দেশটির অপরাধ দমন বিভাগের প্রধান জিরাভব ভুরিদেজ এএফপি’কে জানান, হত্যাকারি ওই সেনা সদস্য রোববার সকালে নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয়েছে। তিনি বলেন, গ্রিনিচমান সময় ০২০০টায়) সে নিহত হয়েছে। সূত্র : বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থাইল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ