Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কেন্দ্রীয় তাবলীগের শুরা সদস্য মাওলানা মোজাম্মেল হকের ইন্তেকাল

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৫৫ এএম | আপডেট : ১২:২২ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২০

বাংলাদেশ তাবলীগ জামাতের প্রবীণ মুরুব্বি ও কাকরাইল মারকাজের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মোজাম্মেল হক (৯৫) ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি অইন্নাইলাইহি রাজিউন)।

মরহুম মাওলানা মোজাম্মেল হক কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার বাসিন্দা।

(৮ ফেব্রুয়ারি) শনিবার রাত ১০ টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমের ছেলে মাওলানা আনাস বিন মোজাম্মেল এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) মাগরিব নামাজের পর কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা নতুনপাড়া হাই স্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।

মরহুম মাওলানা মোজাম্মেল হক তাবলীগের বাংলাদেশের সবচেয়ে প্রবীণ আলেম ও শুরা সদস্য। তিনি মুফতিয়ে আজম ফয়জুল্লাহ (রহ.)-এর অন্যতম খলিফা।

এক সময়ের তাবলীগ জামায়াতের বিশ্ব আমীর হযরতজী মাওলানা এনামুল হাসান (রহ.)-কর্তৃক গঠিত বাংলাদেশের তাবলীগ জামায়াতের কেন্দ্রীয় শূরার আমৃত্যু অন্যতম সদস্য ছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ