বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার ভেদুরিয়ার গ্যাস ক্ষেত্র রাশিয়ার গাজপ্রম কোম্পানিকে লিজ দেয়ার প্রতিবাদসহ নতুন গ্যাস কুপ খননে বিনা দরপত্রে ওই কোম্পানির সাথে সমঝোতা স্মারক বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গতকাল দুপুরে বরিশাল টাউন হলের সামনে বরিশাল জেলা কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইউনাইটেড কমিউনিস্ট লীগ সদস্য কমরেড নিমাই মন্ডল, অধ্যাপক জলিলুর রহমানসহ নেতৃবৃন্দ।
নিমাই মন্ডল বলেন, এই সরকারের হাতে আমাদের জাতীয় সম্পদ নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সরকার রাতের আঁধারে ভোটের মত জনগণের অগোচরে দেশের গ্যাস সম্পদ বিক্রি করে দিচ্ছে। এ ব্যাপারে কেউ যাতে বিচার বিভাগের নিকট প্রতিকার পেতে না পারেন তারও ব্যবস্থা করে রেখেছে তারা। তাই দেশের সম্পদ রক্ষার আন্দোলনে সকলকে সোচ্চার হবারও আহবান জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।