Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

সর্বোচ্চ তাপমাত্রা
ইনকিলাব ডেস্ক : অ্যান্টার্কটিকার ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গত বৃহস্পতিবার। আর্জেন্টিনার গবেষণা কেন্দ্র জানিয়েছে, ওই দিন অ্যান্টার্কটিক উপদ্বীপের সর্ব-উত্তরের প্রান্তে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা সেখানকার ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১৫ সালে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল ওই অঞ্চলে। রয়টার্স।


মন্দির ফিরিয়ে দিলো
ইনকিলাব ডেস্ক : দু’শ বছরের পুরনো একটি মন্দির সংখ্যালঘু হিন্দুদের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান সরকার। শনিবার এশিয়া প্যাসিফিক অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হস্তান্তর করা ওই মন্দির বেলুচিস্তানের জোহব জেলায় অবস্থিত। ১৯৪৭ সালে ভারত ভাগের পর হিন্দু-মুসলমানরা ভূখন্ড পরিবর্তন করলে ওই মন্দিরের দখল হারায় হিন্দুরা। জিও নিউজ।


অসংসদীয় শব্দ
ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অসংসদীয় শব্দ মুছে ফেলেছে দেশটির পার্লামেন্ট। বৃহস্পতিবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে বিরোধীদের প্রতি তার আক্রমণাত্মক বক্তব্যের একটি শব্দ অসংসদীয় হওয়ায় তা মুছে ফেলার সিদ্ধান্ত নেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এনডিটিভি।
রাজাপাকসে ভারতে

ইনকিলাব ডেস্ক : চারদিনের সফরে শুক্রবার রাতে নয়া দিল্লি পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৮ই ফেব্রুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই সফরে থাকবেন। এতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিনি প্রতিনিধি পর্যায়ে বৈঠকে অংশ নেবেন। জি নিউজ।


হস্তক্ষেপের অজুহাত
ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলার সংকটাপন্ন পরিস্থিতিতে মার্কিন নীতির সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন প্রশাসন ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে দেশটির সরকার পরিবর্তনের নীতি গ্রহণ করে হস্তক্ষেপের অজুহাত তৈরি করছে। এজন্য ওয়াশিংটন হুয়ান গুয়াইদোকে সমর্থন দিচ্ছে। রয়টার্স।


থাইল্যান্ডে আক্রান্ত ৭
ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডে নতুন করে আরও সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মৃতদের মধ্যে তিনজন থাই নাগরিক এবং চারজন চীনা নাগরিক। করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে ৩২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। রয়টার্স।


মিরেজ বিধ্বস্ত
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানি বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ‘মিরেজ’ দেশটির পাঞ্জাব প্রদেশে বিধ্বস্ত হয়েছে। শুক্রবার নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পর পাঞ্জাব প্রদেশের শরকোট শহরের কাছে বিধ্বস্ত হয়। তবে বিমানটি দুর্ঘটনার তাৎক্ষণিক কোনো কারণ জানা যায়নি। ডন অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ