মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেডিক্যাল চেকআপের নামে মেয়েদের যৌন হেনস্থা করায় লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত এক ডাক্তারকে নজিরবিহীন ভাবেই তিনবার যাবজ্জীবন দেওয়া হয়েছে। আদালত সূত্রে খবর, ক্যানসারের মিথ্যে ভয় দেখিয়ে, তিনি মহিলাদের ঘনিষ্ঠ পরীক্ষার অছিলায় যৌন হেনস্থা করতেন।
লন্ডনের এই ভারতীয় বংশোদ্ভূত ডাক্তারের বিরুদ্ধে মোট ৯০টি যৌন হেনস্থার মামলা দায়ের হয়। সেই মামলাগুলির বিচারেই এই সাজা। রায় ঘোষণার সময় বিচারক অভিযুক্তকে 'প্রতারণার মাস্টার' হিসেবে উল্লেখ করে বলেন, 'উনি ক্ষমতার অপব্যবহার করেছেন।'
ভারতীয় বংশোদ্ভূত সাজাপ্রাপ্ত এই চিকিৎসকের নাম মণীশ শাহ। অভিযুক্ত মণীশ শাহ জেনারেল প্র্যাক্টিশনার হিসেবে রোগী দেখতেন। এই চিকিৎসক ক্যানসারের মিথ্যা গল্প শুনিয়ে, তার কাছে আসা নারীদের মধ্যে আতঙ্ক তৈরি করতেন। এরই সুযোগ নিয়ে চলত যৌন নির্যাতন।
আদালতের সূত্রানুসারে, ক্যানসারের ভয় দেখিয়ে নারীদের পরীক্ষার কথা বলে যৌন হেনস্থা করতেন ওই চিকিৎসক। বিষয়টি সামনে আসার পরই একাধিক অভিযোগ দায়ের হয়। এর প্রেক্ষিতেই সামনে আসে ২৩ নারী ছাড়াও ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গেও তিনি এমন অশালীন আচরণ করেছেন।
ওল্ড বেইলি কোর্টের বিচারক অ্যান মলিনেক্স এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বিচারক অভিযুক্তকে ‘প্রতারণার মাস্টার’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘উনি ক্ষমতার অবস্থানের অপব্যবহার করেছেন।’
গত বছরের ডিসেম্বরেই ২৫টি যৌন অপরাধ মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। সবগুলোই ঘটেছিল লন্ডনের মাওনি মেডিকেল সেন্টারে। ঘটনার শিকার ছয়জন। এর আগে ২০১৮ সালে আর একটি শুনানিতেও মাঝবয়সি এই চিকিৎসককে দোষীসাব্যস্ত করা হয়েছিল। দু-বছর আগের ওই মামলায় ১৮ নারী তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। সবমিলিয়ে এদিন ৯০টি মামলার সাজা একসঙ্গে ঘোষণা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।