Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমাবেশ থেকে কর্মসূচি চায় অঙ্গসংগঠনের নেতারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ২:৪৩ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দীর দুই বছর পূর্তি উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ করছে দলটি। শনিবার (৮ ফেব্রুয়ারি ) বেলা ২টায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশের শুরুতে অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখছেন। তারা সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার দাবি জানান।
কৃষক দলের সদস্য সচিব হাসান জারিফ তুহিন বলেন, সমাবেশ থেকে আজকে কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রত্যাশা করছি, আপনারা সিনিয়র নেতারা কর্মসূচি ঘোষণা করেন রক্ত দিয়ে তা আমরা বাস্তবায়ন করবো।

মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান বলেন, খালেদা জিয়ার মুক্তি চাইলে রাজপথে নামতে হবে।
ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, এভাবে আমাদের মা মুক্তি পাবে না, কর্মসূচি দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ