পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দীর দুই বছর পূর্তি উপলক্ষে নয়াপল্টনে আজ সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার দিকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন।
তিনটি ট্রাক পাশাপাশি রেখে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার ওপর সমাবেশের মঞ্চ তৈরি করেছে বিএনপি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ১২টার দিকে দেখা যায়, মাইক লাগানো হয়েছে রাস্তার ডিভাইডারের লাইটপোস্টগুলোতে। মঞ্চের পেছন দিকে বাঁশের ফ্রেমে সাদা কাপড় টানিয়ে দেয়া হয়েছে। রাস্তার উপর মঞ্চ তৈরি করায় রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যপাশের রাস্তা দিয়ে দুপুর ২টা পর্যন্ত গাড়ি চলবে বলে জানা গেছে।
দলীয় চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এ সমাবেশের লিখিত অনুমতি না মেলায় অনুষ্ঠান পণ্ড হওয়ার আশঙ্কা নিয়েই সমাবেশের মঞ্চ তৈরিসহ আনুসাঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করছে দলটি। সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর ২টা থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।