রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি গতকাল শুক্রবার সকালে পৌর শহরের এমপি ভবনে নিজস্ব অর্থায়নে কৃষাণী মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে হাঁস-মুরগী ও শীত বস্ত্র বিতরণ করেছেন। এছাড়া গ্রামীন অবকাঠামো উন্নয়নে বিভিন্ন এতিমখানা ও মসজিদের অনুদানের চেক প্রদান করা হয়। এসময় পৌর আ.লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আ. জলিল বিএ, শ্রীপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আহসান উল্লাহ, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকার, মাওনা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিরুল হাসান জিকু, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম শিমুলসহ মুক্তিযোদ্ধা এবং আ.লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আলোচনার এক পর্যায়ে উপস্থিত সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র নারীদের উন্মোক্ত কথা শুনেন প্রধান অতিথি এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেন। পরে তাদেরকে শীতবস্ত্র, হাঁস-মুরগী ও নগদ অর্থ প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।