Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় বোমাবর্ষণ বন্ধ করুন : ইইউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

সিরিয়ায় বোমাবর্ষণ বন্ধের আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সিরীয় বিদ্রোহীদের সর্বশেষ শক্ত অবস্থান ইদলিবে সরকারি বাহিনী অগ্রসর হতে থাকায় সেখানে মানবিক করিডোর খুলে দেওয়ারও আহবান জানিয়েছে তারা। বৃহস্পতিবার জোটটির প্রধান ক‚টনীতিক জোসেফ বোরেল বলেছেন, ‘সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ ও অন্য ধরনের হামলা অবশ্যই বন্ধ করতে হবে’। সম্প্রতি রুশ যুদ্ধ বিমানের সহায়তায় ইদলিবে অভিযান জোরালো করেছে সিরিয়ার সরকারি বাহিনী। এই অভিযানের কারণে অঞ্চলটি ছেড়ে হাজার হাজার শরণার্থী পালাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। নতুন করে শরণার্থী সংকটের আশঙ্কায় গত সপ্তাহে সিরীয় সীমান্তে ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানসহ অতিরিক্ত সেনা মোতায়েন করে তুরস্ক। এরপরদিন সিরীয় বাহিনীর হামলায় কয়েক জন সেনা নিহতের জবাবে পাল্টা হামলা চালায় আঙ্কারা। বৃহস্পতিবার সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইউরোপীয়ান ইমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেটর জ্যানেজ লিনারকিকের সঙ্গে যৌথ বিবৃতি দেন ইইউ-এর প্রধান ক‚টনীতিক জোসেফ বোরেল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ