Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আমি গালি-প্রুফ
ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় রাহুলের বক্তব্যের জবাবে বৃহস্পতিবার বলেন, ‘গত ২০ বছর ধরে গালি শুনে আসছি। গালি শুনতে শুনতে এখন গালি-প্রুফ হয়ে গিয়েছি।’ আমি আগামী ৬ মাস স‚র্য নমস্কার করব। নিজেকে আরও শক্তিশালী করব লাঠি সহ্য করার জন্য। দ্য হিন্দু।


যোগীকে শোকজ
ইনকিলাব ডেস্ক : বিপাকে যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শোকজ করল নির্বাচন কমিশন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে যোগীকে শোকজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। যোগীর মন্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে কমিশন। শুক্রবার বিকেল ৫টার মধ্যে যোগী আদিত্যনাথকে জবাব দিতে নির্দেশ দিয়েছে কমিশন। ইন্ডিয়ান এক্সপ্রেস।


নারী কমান্ডার নয়
ইনকিলাব ডেস্ক : ভারত সরকার দেশের সুপ্রিম কোর্টকে জানিয়েছে সেনাবাহিনীতে নারী অফিসারদের নেতৃত্বদানকারী পদ দেওয়াটা অনুচিত হবে। কমান্ডিং অফিসার পদে যদি নারীরা থাকেন তাহলে বাহিনীর সদস্যরা, যাদের অধিকাংশই গ্রামাঞ্চল থেকে আসেন, তারা নারী অফিসারকে নাও মেনে নিতে পারেন। বিবিসি।


১০ রুপিতে পেঁয়াজ
ইনকিলাব ডেস্ক : অভ্যন্তরীণ সংকট মেটাতে ভারত যে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করেছিল, রাজ্যগুলো না কেনায় সেসব পেঁয়াজ কেজিপ্রতি মাত্র ১০ রুপিতে বেচতে বাধ্য হচ্ছে ভারত। দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের জওহরলাল নেহরু বন্দরে পড়ে থাকা সেই পেঁয়াজ এরই মধ্যে নষ্টের উপক্রম হয়েছে। বিবিসি।


চিকিৎসকের মৃত্যু
ইনকিলাব ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে প্রথম সতর্কবার্তা পাঠিয়ে তলবের মুখে পড়েছিলেন চীনের চিকিৎসক লি ওয়েনলিয়াং। পুলিশ তাকে ‘মিথ্যা তথ্য ছড়ানো বন্ধের’ নির্দেশ দিয়ে ছেড়ে দেয়। পরে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার ভোর ২টা ৫৮ মিনিটে মৃত্যু হয়েছে এই চিকিৎসকের। রয়টার্স।


গুলি করা সন্ত্রাসী
ইনকিলাব ডেস্ক : শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজায়ীকে গুলি করা সন্ত্রাসী জেল থেকে পালিয়ে গেছেন। পালানোর পর এক অডিও বার্তায় নিজেই এর কথা স্বীকার করেছেন। তবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এই ঘটনার সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি। ওয়েবসাইট।


১৪ সেনার ওপর গাড়ি
ইনকিলাব ডেস্ক : জেরুজালেমে ইসরাইলি সেনাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় ১৪ সেনা আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে জেরুজালেমের বাণিজ্যিক এলাকায় এ ঘটনা ঘটে। একদল সেনা ওই এলাকায় হেঁটে যাচ্ছিলেন। তাদের ওপর গাড়ি চালিয়ে দ্রুতবেগে চলে যায়। ইসরাইলি কর্তৃপক্ষের দাবি এটি জঙ্গি হামলা। হারেৎজ।


ইসরাইলি ভেবে
ইনকিলাব ডেস্ক : ইসরাইলি যুদ্ধবিমান ভেবে ১৭২ যাত্রীবাহী একটি প্লেনে আঘাত করতে বসেছিল সিরিয়া। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে এয়ারবাস এ৩২০ প্লেনটি। পরে প্লেনটি সিরিয়ার লাতাকিয়ায় রাশিয়া নিয়ন্ত্রিত খামেমিম বিমানঘাঁটিতে অবতরণ করে। শুক্রবার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ