Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

গেরুয়া শিবিরের অভিনব পন্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

আসন্ন দিল্লি নির্বাচনের আগে প্রচারণায় কোনও রকমের ঘাটতি রাখতে চাচ্ছে না বিজেপি। তাই এবার আম আদমি পার্টির (এএপি) ভোটব্যাংকের দিকে হাত বাড়াতে অভিনব পন্থা অবলম্বন করছেন গেরুয়া শিবিরের এমপিরা। আম আদমি পার্টির অন্যতম ভোটব্যাংক রাজধানীর বস্তিগুলোকেই এবার টার্গেট করছেন তারা। মঙ্গলবার রাত থেকে নির্বাচনের দিন পর্যন্ত রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে মোট ৩৭৫ জন বিজেপি সাংসদ রাত কাটাচ্ছেন রাজধানীর বস্তিতে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই এই কর্মস‚চি গ্রহণ করা হয়েছে। রাতে বস্তিতেই তাঁবু খাটিয়ে ঘুমাবেন এমপিরা। সারাদিন বস্তিবাসীদের সঙ্গে কথা বলবেন। তাদের অভাব-অভিযোগ শুনবেন। তাদের সঙ্গেই রাতের খাবার খাবেন। নির্বাচনের আগে জনসংযোগে জোর দিতেই এই উদ্যোগ গেরুয়া শিবিরের। দিল্লি নির্বাচনের একটা বড় অংশের ভোট আসে এই বস্তি এলাকার বাসিন্দাদের কাছ থেকে। তাই নির্বাচনের আগে তাদের কাছে পৌঁছে যেতে পারলে কেজরিওয়ালের দলকে টক্কর দেওয়া যাবে বলেই ধারণা বিজেপির। আর সেই উদ্দেশেই বস্তিতে রাত কাটাচ্ছেন সাংসদরা। কয়েক দিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর দাবি করেছিলেন, গত পাঁচ বছরে কেজরি সরকার বস্তিবাসীদের জন্য কিছুই করেনি। এবার সবকিছু পাল্টানোর সময় এসেছে। শোনা যাচ্ছে, বস্তিবাসীদের বাড়ি দেওয়ার স্কিম চালু করছে বিজেপি। এই কর্মসূচিতে সেই প্রচারই করছেন এমপিরা। কেন্দ্রের ডিডিএ স্কিমের আওতায় প্রায় দুই লক্ষেরও বেশি বস্তিতে বসবাসকারী পরিবারকে দুই ঘর বিশিষ্ট বাড়ি দেওয়ার কথা বলা হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ