Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভুল তথ্য দিচ্ছে
ইনকিলাব ডেস্ক : তাইওয়ানে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) ভুল তথ্য দিচ্ছে চীন। বৃহস্পতিবার পূর্ব এশিয়ার এই দ্বীপ ভূখন্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে তাইওয়ানে করোনাভাইরাসে আক্রান্তদের ভুল সংখ্যা ডব্লিউএইচও প্রকাশ করার পর এই অভিযোগ করা হলো। রয়টার্স।


ঝুঁকছে রাশিয়া
ইনকিলাব ডেস্ক : চীনে প্রাণঘাতী করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ইতোমধ্যেই দেশটির বহু কারখানা ও দফতরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ভেঙে পড়ার উপক্রম হয়েছে পণ্য সরবরাহ ব্যবস্থা। উদ্ভ‚ত পরিস্থিতিতে বিশেষ করে খাদ্যপণ্যের জন্য চীনের বিকল্প হিসেবে মরক্কো ও তুরস্কের মতো দেশগুলোর দিকে ঝুঁকছে মস্কো। আনাদোলু এজেন্সি।


উপকার হয়নি
ইনকিলাব ডেস্ক : দেশভাগের পর মুসলিমরা ভারতে থাকায় দেশের কোনও উপকার হয়নি বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, তাদের দেশভাগের বিরোধিতা করা উচিত ছিলো। কারণ দেশভাগের কারণেই পাকিস্তান তৈরি হয়েছে। ভারতের প্রায় ২০ কোটি মুসলিমের এক চতুর্থাংশের বাস উত্তর প্রদেশে। বিবিসি।


ইতালিতে নিহত ২
ইনকিলাব ডেস্ক : ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ লোদিতে দ্রুতগতির একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২ জন নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের দিকে হওয়া এ দুর্ঘটনার পর মিলান ও বোলোনার রেল যোগাযোগেও ব্যাপক বিঘ্ন ঘটে বলে জানিয়েছে। রয়টার্স।


ফিলিস্তিনি নিহত
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বিরুদ্ধে অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভ চলাকালে ইসরাইলের গুলিতে ১৭ বছরের এক ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। নিহত ওই ফিলিস্তিনি কিশোরের নাম মোহাম্মদ আল-হাদাদ। রয়টার্স।


৬৭ কোটি ডলার
ইনকিলাব ডেস্ক : বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জরুরি ভিত্তিতে ৬৭ কোটি ৫০ লাখ ডলার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাণঘাতী এই ভাইরাস যাতে আর ছড়াতে না পারে এবং যে সব দুর্বল স্বাস্থ্যসেবা রয়েছে, সেসব দেশকে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত করতে উদ্যোগ নিয়েছে সংস্থাটি। রয়টার্স, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ