Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে জাপা নেতার ইন্তেকাল

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

টাঙ্গাইলের মির্জাপুর পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। গত বুধবার বিকেলে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আলমগীর হোসেন মির্জাপুর পৌর সদরের পোস্টকামুরী গ্রামের মৃত মাঈন উদ্দিন চেয়ারম্যানের ছেলে। গত বৃহস্পতিবার সকালে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে সামাজিক কবরাস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্র জানান, গত মঙ্গলবার রাতে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়। আলমগীর হোসেন উপজেলা জাতীয় পার্টির রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পোষ্টকামুরী দক্ষিনপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও রমজান আলী হাফিজিয়া কোরআনিয়া মাদরাসা পরিচালনা পরিষদের সহ সভাপতির দায়িত্বে ছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মির্জাপুর পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মো. আলমগীর হোসেনে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহম্মদ সম্পাদক আবুল কাশেম খান পৌর জাতীয় পার্টির সভাপতি সাঈদ আনোয়ার সম্পাদক আশরাফ উদ্দিন আহম্মদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ