Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পতেঙ্গায় ২৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

 নগরীর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ২৬ কোটি ১৭ লাখ ৩৩ হাজার টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে চসিক। গতকাল (মঙ্গলবার) দক্ষিণ পতেঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাস্তবায়িত প্রকল্প উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১৬৪টি সড়কের উন্নয়ন, ৩টি সেতু, ৫ হাজার ৯০০ ফুট দীর্ঘ ৪টি গাইড ওয়াল নির্মাণ। এছাড়া মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিনের জন্য ২৬ লাখ টাকায় নির্মিত পাকাঘরের চাবি তার হাতে তুলে দেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, কাউন্সিলর ছালেহ আহমদ, শাহীনুর বেগম, চসিক নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ