বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ২৬ কোটি ১৭ লাখ ৩৩ হাজার টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে চসিক। গতকাল (মঙ্গলবার) দক্ষিণ পতেঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাস্তবায়িত প্রকল্প উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১৬৪টি সড়কের উন্নয়ন, ৩টি সেতু, ৫ হাজার ৯০০ ফুট দীর্ঘ ৪টি গাইড ওয়াল নির্মাণ। এছাড়া মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিনের জন্য ২৬ লাখ টাকায় নির্মিত পাকাঘরের চাবি তার হাতে তুলে দেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, কাউন্সিলর ছালেহ আহমদ, শাহীনুর বেগম, চসিক নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।