Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চসিকের উদ্যোগে সন্ত্রাস মাদক বিরোধী সমাবেশ বৃহস্পতিবার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

লালদীঘি ময়দানে আগামী বৃহস্পতিবার চসিকের উদ্যোগে স্মরণকালের বৃহত্তর সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশের ব্যাপক প্রস্তুতি চলছে। ওইদিন ব্যানার, ফেষ্টুন, প্লে-কার্ড নিয়ে নগরীর ৪১ ওয়ার্ড থেকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি বিরোধী কমিটির নেতৃত্বে দুর্নীতিকে না বলুন, নিরাপদ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলুন শ্লোগান সম্বলিত মিছিল সহকারে সর্বস্তরের জনগণ সমাবেশে অংশগ্রহণ করবেন।
এদিকে গতকাল (সোমবার) লালদীঘি ময়দানে সমাবেশের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেয়র নাছির মাঠের ভেতরে পাঁচটি বড় এলইডি স্কিন, কোতোয়ালী মোড়, জেলা পরিষদ মার্কেট, সোনালী ব্যাংক, লালদীঘির পূর্ব পাশ ও সিনেমা প্যালেস মোড়ে এলইডি স্কিন বসানোসহ আন্দরকিল্লা ও নিউমার্কেট মোড় পর্যন্ত পর্যাপ্ত মাইক বসানোর নির্দেশ দেন। এছাড়া মেয়র বিকেল ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত সমাবেশে সার্বক্ষণিক ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারীসহ সুশৃঙ্খল সমাবেশ নিশ্চিত করতে কতিপয় নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর এইচ এম সোহেল, নাজমুল হক ডিউক, সলিমউল্লাহ বাচ্চু, জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, নুরুল হক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ