Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানের সন্ত্রাস দমন প্রচেষ্টার প্রশংসায় চীন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৭ এএম

সন্ত্রাস দমনের জন্য পাকিস্তান যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার প্রশংসা করেছে চীন। তারা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের ন্যাশনাল এ্যাকশন প্লানের (এনএপি) প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। বুধবার বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির মধ্যে এক বৈঠকের পর ইস্যু করা এই বিবৃতিতে এ কথা বলা হয়। এতে আরো বলা হয়, পাকিস্তানের সন্ত্রাসদমন প্রচেষ্টা ও অবদানকে বস্তুনিষ্ঠ ও ন্যায্য দৃষ্টিতে দেখা এবং পাকিস্তানের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করার জন্য চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়। দুই দেশের সর্ব-মওসুমের সম্পর্ক আরো জোরদার করা ক‚টনৈতিক অগ্রাধিকার বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানের সন্ত্রাস দমন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ