Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস দমনে শ্রীলঙ্কাকে ১১ বিলিয়ন ডলার দেবে চীন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ১২:১২ এএম

সন্ত্রাস দমনে সক্ষমতা অর্জনে শ্রীলঙ্কার পাশে এসে দাঁড়িয়েছে চীন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে কলোম্বকে ১১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে বেইজিং। লঙ্কান প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা স¤প্রতি চীন সফর করেন। সেখানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যেকার আলোচনায় এমন আশ্বাস দেয়া হয়। একইসঙ্গে দ্বীপরাষ্ট্রটির সেনাবাহিনীর সামর্থ্য বৃদ্ধিতে সাহায্য দেয়া হবে বলেও জানানো হয়েছে প্রেসিডেন্ট দফতর থেকে আসা এক বিবৃতিতে। ১১ বিলিয়ন ডলার ছারাও চীনের তরফ থেকে আরও ১৫০টি যান বাহন পাচ্ছে শ্রীলঙ্কার পুলিশ। শ্রীলঙ্কার কয়েকটি চার্চ ও অভিযাত হোটেলে সন্ত্রাসী হামলার এক মাসের মধ্যেই এই সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে চীন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাস দমনে শ্রীলঙ্কা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ