Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

বুরকিনায় নিহত ২০ 

ইনকিলাব ডেস্ক : বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সেনো প্রদেশের লামদামোল গ্রামে সন্দেহভাজন জিহাদিদের রাতভর হামলায় প্রায় ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় দরি শহরের এক স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ওই গ্রামের প্রধান নার্স রয়েছে। এএফপি ।


বলিভিয়ায় ডেঙ্গু
ইনকিলাব ডেস্ক : এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বলিভিয়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার। বলিভিয়ার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে সান্তা ক্রুজ শহরে। বাণিজ্যিক নগরী সান্তা ক্রুজে আক্রান্তের সংখ্যা প্রায় বারোশো। রয়টার্স।


শ্লীলতাহানির অভিযোগ
ইনকিলাব ডেস্ক : ভারতে নির্বাচনের আগে ফের অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বিজেপির এমপি স্বপন দাশগুপ্তের ছেলে সৌম্য সৃজন দাশগুপ্তের বিরুদ্ধে। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের সাবেক এক ছাত্রী তার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। এনডিটিভি।


সিআইএ প্রধান
ইনকিলাব ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তার তৈরি ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ উন্মোচন করার একদিন পর বৃহস্পতিবার গোপনে ফিলিস্তিন সফর করেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জিনা হাসপেল। সিএনএন।


বোমা ফাটালেন স্বরা
ইনকিলাব ডেস্ক : ফের বোমা ফাটালেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এবার আদনান সামীর পদ্মশ্রী পাওয়া নিয়ে সরাসরি বললেন, ‘পাকিস্তানের প্রতি প্রেম আছে বিজেপি সরকারের। তাই এক পাকিস্তানীকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। সিএএ এবং এনআরসি বিরোধিতায় বক্তৃতা দিতে গিয়ে ‘আজাদি’ স্লোগান তোলেন তিনি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ