মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এশিয়ার যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তান থেকে প্রতিবেশী পাকিস্তানের সীমান্তে ভয়াবহ গোলাবর্ষণ ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৭ পাক নাগরিকের প্রাণহানি হয়েছে। হামলায় আরও কিছু বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের।
পুলিশ সূত্রের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, গতকাল রোববার (২ ফেব্রæয়ারি) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাজৌর জেলার সালারজাই এলাকার বাংরো বাটওয়ার গ্রামে হামলাটি চালানো হয়। মূলত মর্টার শেল থেকে ছোড়া গোলায় সীমান্ত সংলগ্ন গ্রামটিতে হতাহতের ঘটনা ঘটে।
জেলা পুলিশের মুখপাত্র পির সাহাব বলেছেন, হামলায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক নারী ও চার শিশু রয়েছেন। তাছাড়া আরও কিছু লোক আহত হয়েছেন। এছাড়া এ হামলায় একটি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
যদিও ঠিক কী কারণে হামলাটি চালানো হয় এবং ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এর বিস্তারিত কোনো তথ্য এখনো জানানো হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।