Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘চসিক নির্বাচনের আগে পুলিশ গ্রেফতার-নির্যাতন শুরু করেছে’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচনের আগে পুলিশ গ্রেফতার-নির্যাতন শুরু করেছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। গতকাল শনিবার নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা আবারও গ্রেফতার-নির্যাতন শুরু করেছে। আগে দায়ের হওয়া গায়েবি মামলায় নেতাকর্মীরা হাইকোর্টের জামিনে থাকলেও নিম্ন আদালত জামিন বাতিল করে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিচ্ছে। বিএনপির সক্রিয় নেতাকর্মীরা যাতে চসিক নির্বাচনে কাজ করতে না পারে সেজন্য তারা এ গ্রেফতার অভিযান চালাচ্ছে। এভাবে নেতাকর্মীদের যদি মামলা দিয়ে গ্রেফতার করা হয় তাহলে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে মহানগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি যাতে অংশ নিতে না পারে সেজন্য এখন থেকে নানা ষড়যন্ত্র, হামলা মামলার মাধ্যমে নেতাকর্মীদের কারাগারে আটকে রেখে যেনতেনভাবে নীল নকশার নির্বাচন বাস্তবাযনের কাজ শুরু করেছে প্রশাসন।
মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের নীল নকশা বাস্তবায়নে সিএমপির অতিউৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা এখন থেকে মাঠে নেমেছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগে গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের যেভাবে গ্রেফতার করেছিল আবারও সে ধরনের পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, আর. ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্যাতন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ