মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বলিভিয়ায় নিহত ১৪
ইনকিলাব ডেস্ক : বলিভিয়ায় একটি বাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১৯ জন। শুক্রবার দেশটির প্রশাসনিক রাজধানী লা পাজ-এর কাছেই এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, লা পাজের কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি গিরিখাতে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। টিআরটি।
সন্দেহভাজন গ্রেফতার
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে এক সন্দেহভাজন আল কায়েদা নেতাকে গ্রেফতার করা হয়েছে। আলী ইউসুফ আল নুরী (৪২) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ রয়েছে। আল কায়েদার ইরাকি শাখার নেতা বলে ধারণা করছেন মার্কিন কর্মকর্তারা। তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। রয়টার্স।
প্রবেশ নিষিদ্ধ
ইনকিলাব ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে চীন ভ্রমণ করা বিদেশি নাগরিকদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশ থেকে ফিরিয়ে আনা মার্কিন নাগরিকদের প্রথম ১৪ দিন আলাদা স্থানে রাখা হবে। সিনহুয়া।
দায়িত্ব নেবে সরকার
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় কোনো বিদেশি নাগরিক করোনা ভাইরাস আক্রান্ত হলে তাদের চিকিৎসাসহ সমস্ত দায়িত্ব নেবে দেশটির সরকার। কোনো দেশের নাগরিক অবৈধভাবে দেশটিতে বসবাস করলেও ভাইরাসে আক্রান্ত হলে তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তারা নিজ দায়িত্বে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।