Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দেশে ৬২ হাজার ৫৩৭ একর খাস জমি অবৈধ দখলে’

সংসদে প্রশ্নোত্তর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

দেশে বর্তমানে ৬২ হাজার ৫৩৭ একর খাসজমি অবৈধ দখলে রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকেল জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি আরো জানান, খাসজমি অবৈধ দখলদারমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকার দলীয় সংসদ সদস্য দিদানরুল আলমের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, ঢাকা বিভাগে ১৫ হাজার ৫৪ দশমিক ১৯ একর, চট্টগ্রাম বিভাগে ২৪ হাজার ৮৫৯ দশমিক ৯৮ একর, খুলনা বিভাগে ৩ হাজার ৪৪৫ দশমিক ৭৬ একর, রংপুর বিভাগে ৭ হাজার ৩৮৭ দশমিক ৭৭ একর, ময়মনসিংহ এক হাজার ৩৯৩ দশমিক ৮১ একর, বরিশাল বিভাগে ৪ হাজার ৬৯ দশমিক ৬১ একর, সিলেটে ৫ হাজার ১৬৪ দশমিক ৬৫ একর এবং রাজশাহী বিভাগে এক হাজার ১৬১ দশমিক ৬১ একর ভূমি অবৈধ দখলে রয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে সাইফুজ্জামান চৌধুরী জানান, অর্পিত পরিত্যাক্ত ও খাসজমি অবৈধ দখলদারদের কবল হতে মুক্ত করার পরিকল্পনা সরকারের আছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিএনপি দলীয় সদস্য হারুনুর রশীদের প্রশ্নের লিখিত জবাবে ভূমিমন্ত্রী বলেন, বিভিন্ন জেলায় বিভিন্ন সংস্থা ও বিভাগের জন্য যে সকল জমি অধিগ্রহণ করা হয়েছে, সে সকল অধিগ্রহণকৃত জমির মধ্যে কোন জমি অব্যবহৃত থাকলে বা রাখলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক তা আইন অনুযায়ী খাস করে নিতে পারেন। খাস করার পর কোন সরকারি সংস্থার চাহিদার ভিত্তিতে জাতীয় গুরুত্বপূর্ণ কোন প্রতিষ্ঠানের অনুকূলে বন্দোবস্ত প্রদান করতে পারেন।

এছাড়া অধিগ্রহণকৃত কোন জমি প্রয়োজনের অতিরিক্ত হলে বা অব্যবহৃত থাকলে উক্ত জমি কোন সরকারি সংস্থার আবেদনের প্রেক্ষিতে আইনের বিধান অনুযায়ী জেলা প্রশাসক তা সরকারি সংস্থার কাছে হস্তান্তর করতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ