Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লৌহজংয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ৮:৪৯ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালির অংক বাজারে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। মালির অংক থেকে দেড় কিলোমিটার সড়কে থানা ভবন, ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদ অবস্থিত। মালির অংক বাজারে সব সময় যানজট লেগে থাকে। ফলে জরুরী প্রয়োজনে ফায়ার সার্ভিসের গাড়ি, হাসপাতালের অ্যাম্বুলেন্স ও থানা পুলিশের যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। গতকাল মঙ্গলবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা মালির অংক বাজারে তীব্র যানজটে মানুষের ভোগান্তি নিয়ে বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা, ইউপি সদস্যবৃন্দ, থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধ স্থাপনা

১২ ফেব্রুয়ারি, ২০২২
৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ