Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাথু মতবাদে বিশ্বাসী মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

মহাত্মা গান্ধীর ঘাতক নাথুরাম গডসে এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই মতবাদে বিশ্বাসী। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেসের সাবেক সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী।

গতকাল বৃহস্পতিবার রাহুল কেরালায় সিএএ’বিরোধী সমাবেশে যোগ দিয়ে মোদির বিরুদ্ধে ওই কথা বলেন। তিনি বলেন, ভারতের মানুষ যেভাবে সিএএ বিরোধী হয়ে উঠেছে তা দেখে মোদি এতটাই রেগে গেছেন যে তিনি মহাত্মা গান্ধীর মতবাদে বিশ্বাস রাখার মতো অবস্থায় নেই।
রাহুল বলেন, ‘বর্তমানে একজন অজ্ঞ, জ্ঞানহীন মানুষও সিএএ’কে চ্যালেঞ্জ জানাতে চাইছে। এসব উপলব্ধি করে মোদি এতটাই রেগে আছেন যে তিনি বুঝতে পারছেন না যে ভারতের শক্তি ঠিক কী। আসলে তার মতাদর্শ আর গডসের মতাদর্শ একই। নরেন্দ্র মোদি এবং নাথুরাম গডসে একই মতাদর্শে বিশ্বাসী। সেখানে কোনও পার্থক্য নেই। অথচ নরেন্দ্র মোদি যে গডসের মতবাদে বিশ্বাসী এটা বলার মতো সৎ সাহসও নেই তার।’ সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ