রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর কলাপাড়ায় অপহৃত এসএসসি পরিক্ষার্থী এনি আক্তারের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বুধবার দুপুরে ক্লাশ বন্ধ রেখে বিদ্যালয় মাঠে তারা এ মানববন্ধন করে। এসময় এনির সন্ধান দাবিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা, ইউপি মেম্বার রাসেল মৃধা, দশম শ্রেনীর শিক্ষার্থী তানজিলা, কবিতা ও আহসান দুয়ারী প্রমুখ।
শিক্ষার্থী পিতা রাজিব মৃধা বলেন, একই এলাকার কয়েকজন বখাটে প্রতিনিয়ত আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে স্কুলে যেতে বাঁধা প্রদান করত। বিষয়টি রুবেল মিরার বাবাকে জানানো হয়েছে। তারপরও তারা কোন পদক্ষেপ নেয়নি। পরে গত ২০ জানুয়ারি সকাল সাতটার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথ থেকে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় রুবেল মিরাসহ কয়েকজন বখাটে। এসময় এনির ডাক চিকৎকার শুনে তার মা এসে বাধা দিয়েও তাদেরকে আটকাতে পারেনি। অনেক খোঁজাখুজির পর মেয়েকে না পেয়ে গত ২৪ জানুয়ারি রুবেল মিরাকে প্রধান আসামি করে আটজনের নামে কলাপাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের করেছি।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত শিক্ষার্থী এনিকে উদ্ধারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।