Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনিয়র সচিব হলেন ৩ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:২৯ এএম

প্রশাসনে তিন মন্ত্রণালয়ের সচিবকে সিনিয়র সচিব করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার পদে থাকা আব্দুল মান্নানকে পদোন্নতি দিয়ে ভ‚মি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।
গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছেএ এ দিকে সিনিয়র সচিব হিসেবে পদায়ন করে তাদের আগের কর্মস্থলেই রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. আনিছুর রহমানকে সিনিয়র সচিব হয়েছে। সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হল ১৩ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। ২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।
বিমানের নতুন চেয়ারম্যান সাজ্জাদুল হাসান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিমান) মুহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন সোমবার তাকে নিয়োগ দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আব্দুল মান্নানকে ভ‚মি সংস্কার বোর্ডের চেয়ারম্যান
চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভ‚মি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। াএদিকে চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম আজাদ নিয়োগ দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সচিব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ