মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্যালাবাসাস শহরে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর নয় আরোহীর সবাই নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট (৪১) ও তার মেয়ে। পাঁচ বারের এনবিএ চ্যাম্পিয়ন ব্রায়ান্টকে ইতিহাসের অন্যতম সেরা ক্রীড়াবিদ বিবেচনা করা হয়। স্থানীয় সময় রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ক্যালাবাসাস শহর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল দশটার দিকে লাস ভিরজেনেস এলাকার দুর্গম একটি ক্ষেতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে মাটিতে থাকা কেউ হতাহত হয়নি। দুর্ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী গেভিন মাসাক মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। বলেছেন, ‘এটা ঠিক বিস্ফোরণের শব্দের মতো ছিল না। খানিকটা জোরালো বুম শব্দের মতো ছিল।...বাইরে বেরিয়ে পাহাড়ে ধোঁয়া উড়তে দেখলাম। কালো ধোঁয়া উড়লেও তা খুব বড় ছিল না’। অন্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারের ইঞ্জিন থেকে তেল ফেলে দেওয়া হচ্ছিল। লস অ্যাঞ্জেলসের কাউন্ট্রি শেরিফের কার্যালয় থেকে দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করা হয়েছে। সিবিএস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।