Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এয়ার ইন্ডিয়ার শতভাগ শেয়ার বিক্রির দরপত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ভারতের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার শতভাগ শেয়ার বিক্রি করে দিচ্ছে দেশটির সরকার। সোমবার সকালে এক ঘোষণায় এ সংক্রান্ত দরপত্র আহবান করা হয়েছে। এর আগে ২০১৮ সালে সংস্থাটির বেশিরভাগ শেয়ার বিক্রির প্রস্তাব দেওয়া হলেও তাতে বিনিয়োগকারীরা সাড়া দেয়নি। ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে। বেশ কিছুদিন ধরেই প্রতিষ্ঠানটি বিপুল ঋণে জর্জরিত। ঋণ পরিশোধে ২০১৮ সালে অধিকাংশ শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েও ব্যর্থ হয় সরকার। বিনিয়োগকারীদের আশঙ্কা ছিলো অধিকাংশ শেয়ার বিক্রি করলেও নিজেদের হাতে থাকা শেয়ারের মাধ্যমে কোম্পানিতে প্রভাব ধরে রাখবে সরকার। সোমবার সকালে ভারত সরকারের ঘোষণায় বলা হয়েছে, শতভাগ শেয়ার ক্রয়ে আগ্রহীদের আগামী ১৭ মার্চের মধ্যে দরপত্র দাখিল করতে হবে। দরদাতাদের কোম্পানির ৩২৬ কোটি মার্কিন ডলার ঋণসহ অন্যান্য দায়ও নিতে হবে। তবে ক্রেতাকে হতে হবে ভারতীয়। ২০১৮ সালে এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বিক্রির চেষ্টা চালায় ভারত। ওই সময়ে ৫১০ কোটি মার্কিন ডলারের দায় ক্রেতাদের ওপর চাপানোর চেষ্টা করা হলেও কোনও বিনিয়োগকারী সাড়া দেয়নি। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এয়ার ইন্ডিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ