Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এয়ার ইন্ডিয়ার পাইলটদের হুমকি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

বকেয়া বেতন না পেলে বিমান ওড়ানো বন্ধ করে দেয়োর হুমকি দিয়েছে এয়ার ইন্ডিয়োর পাইলটরা। ক্রমাগত বেতন দেয়োর আশ্বাস পেলেও, তা দেয়ো হচ্ছে না বলে অভিযোগ পাইলটদের। পাইলট ও কেবিন ক্রুরা অভিযোগ করে জানান, তাদের অন্যান্য ভাতাও বন্ধ করে দেয়ো হয়েছে। এভাবে বিষয়েটি নিয়ে অবহেলা করা হলে আমরা কাজ বন্ধ করে দেবো। তারা উড়ান ভাতা পাচ্ছেন না বলে দাবি করেছেন। ফ্লাইং অ্যালাউন্স বা উড়ান ভাতা তাদের বেতনের একটা বড় অংশ। ফলে ক্ষোভ বাড়ছে পাইলটদের। প্রায় ৭০০ জন বিমানচালক এই বিক্ষোভে শামিল হয়েছেন। দ্য হিন্দু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এয়ার ইন্ডিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ