পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে অবস্থিত মার্কিন দ‚তাবাসের অভ্যন্তরে রকেট হামলা চালানো হয়েছে। রবিবার সন্ধ্যায় ওই অঞ্চলে পাঁচটি রকেট আঘাত হানে। এর মধ্যে তিনটি রকেট সরাসরি মার্কিন দ‚তাবাসে আঘাত হানে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। মার্কিন যৌথ অভিযান কমান্ড দাবি করেছে, এই হামলায় কেউ হতাহত হয়নি। জানুয়ারিতে এ নিয়ে তৃতীয়বারের মতো ওই দ‚তাবাস লক্ষ্য করে হামলা হলেও এবারই প্রথম সরাসরি দ‚তাবাস ভবন আক্রান্ত হলো। ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকের বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়ে আবারও তা জোরালো হয়ে ওঠে। বিদেশি হস্তক্ষেপমুক্ত প্রশাসনের দাবিতে বিক্ষোভ করছে ইরাকি নাগরিকেরা। ওই বিক্ষোভের মধ্যে রবিবার মার্কিন দ‚তাবাসে হামলার ঘটনা ঘটলো। কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার পরপরই এর নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী। এই ধরনের ‘আগ্রাসন’ চলতে থাকলে ইরাক যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে বলে সতর্ক করেন তিনি। অপর এক বিবৃতিতে দ‚তাবাসরে সুরক্ষা নিশ্চিতে ইরাকের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাগদাদে মার্কিন বিমান হামলায় কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ওয়াশিংটন-তেহরান উত্তেজনা বেড়েছে। ইরান এই হত্যাকান্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর গত ৪ জানুয়ারি (শনিবার) রাতে বাগদাদে মার্কিন দ‚তাবাসের কাছে রকেট হামলা হয়। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।