Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অল্পের জন্য অবতরণ মঞ্চের নাগাল না পেয়ে বিস্ফোরিত স্পেসএক্স’র রকেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ৯:৩০ পিএম

২১৬ মিলিয়ন ডলার খরচ করে মারস স্টারশিপ রকেট স্পেসএক্স অবতরণ মঞ্চে ঠিকমত নামতে না পারায় বিস্ফোরিত হয়েছে।ভূমি থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় থাকতে তা বিস্ফোরিত হয়ে আগুণের গোলায় পরিণত হয়। রকেটটি তৈরি করেছিল মার্কিন কোটিপতি ব্যবসায়ী এলন মাস্কের কোম্পানি। কিন্তু অল্পের জন্যে অবতরণ মঞ্চের নাগাল পায়নি রকেটটি। -সিএনএন
টেক্সাসের বোকা চিকায় রকেটটির এই নাটকীয় বিস্ফোরণের পরও বিজ্ঞানীরা বলছেন এটিও কম সাফল্য নয়। এলন মাস্ক চলতি সপ্তাহের শুরুতেই টুইটে বলেন স্টারশিপ প্রোটোটাইপ ‘এসএনএইট’ তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে এবং নির্বিঘ্নে অবতরণ করবে। ১৬০ ফুট লম্বা রকেটটি তৈরির উদ্দেশ্য হচ্ছে মঙ্গলগ্রহে মানুষের আবাসভূমি গড়ে তোলা। বড় ধরণের উপগ্রহের বিকল্প ও যাতায়াতে আরো দ্রুত গতি আনাও ছিল এর লক্ষ্য। এলনমাস্ক এও বলেন, এসএনএইট ভূমিতে নিরাপদে অবতরণের সুযোগ তিন ভাগের মধ্যে একভাগ। তবে জালানি ব্যবস্থাপনাকেও রকেটটির বিস্ফোরণের জন্যে দায়ী করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অল্পের জন্য অবতরণ মঞ্চের নাগাল না পেয়ে বিস্ফোরিত স্পেসএক্স’র রকেট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ