মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকের উত্তরাঞ্চলীয় সিনিয়ার একটি তেল শোধনাগারে রকেট হামলা চালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। সোমবার সকালে ইরাকের সরকারি স‚ত্র জানিয়েছে, হামলার জের কাটিয়ে ফের তেল শোধনাগারটিতে উৎপাদন শুরু হয়েছে। ওই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি। খবর ডয়চে ভেলে। এর আগে, রোববার (২৯ নভেম্বর) সিনিয়ার তেল শোধানাগারে পর পর দুইটি রকেট হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে চারিদিক। দ্রুত কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। ভবিষ্যতেও এমন ঘটনা আরও ঘটবে বলে হুমকি দিয়েছে তারা। তাদের দাবি, দুইটি কাটিউশা রকেট ছোড়া হয়েছিল তেল শোধানাগারে। তবে, ইরাকের সরকারি সূত্র জানিয়েছে, সিনিয়া খুব বড় তৈল শোধনাগার নয়। সেখান থেকে সামান্য দূরে অবস্থিত বাইজি শোধনাগার। কোনো ভাবে যদি রকেট সেখানে গিয়ে আঘাত করত, তা হলে বড়সড় ক্ষতির সম্ভাবনা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।