বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার দৌলতপুরে রবিন আহমেদ নামে এক ব্যক্তির রকেট অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে ৩৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল একটি প্রতারক চক্র।
সেই চক্রকে চিহ্নিত করণ ও গ্রেফতারের উদ্দেশ্যে মাঠে নামে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। এই ইউনিট প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার করে গত বৃহস্পতিবার রাতভর অভিযান পরিচালনা করে মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে তিন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মাগুরার শ্রীপুর থানার বরিশাট পূর্বপাড়ার আনোয়ার হোসেন ও একই এলাকার রায়হান উদ্দিন এবং সদর থানার গাংনালিয়া নতুন পাড়ার আশিক মন্ডল।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি মোবাইল, ২২টি সিম কার্ড, একটি নেট সংযোগের অত্যাধুনিক ডিভাইস ও ১১৫৫০ টাকা জব্দ করে।কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল আলম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গতকাল শুক্রবার সকালে এই সকল তথ্য প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।