প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ছয় বছর পর মঞ্চে ফিরছেন অভিনেতা সায়েম সামাদ। আজ সন্ধ্যায় মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে সৈয়দ মহিদুর রহমান রচিত ও সৈয়দ শুভ্র নির্দেশিত ঢাকা নান্দনিকের ২৬ তম প্রযোজনা মুক্তিযুদ্ধভিত্তিক ‘গ্রহণকাল’ নাটকে সায়েম সামাদকে অভিনয় করতে দেখা যাবে। নাটকে সায়েম যুদ্ধাহত এক মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করবেন। বেতার,টেলিভিশন, চলচ্চিত্র, মডেলিং এবং মঞ্চের শক্তিমান অভিনয় শিল্পী সায়েম সামাদ অভিনয় জীবন শুরু করেন ১৯৯২ সালে পদাতিক নাট্য সংসদের ' চক্কর ' নাটকের মধ্য দিয়ে। প্রায় পনেরোর অধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন বহুমাত্রিক এই অভিনেতা। তার সর্বশেষ অভিনয় ছিল ‘জনমাংক’ নাটকে। অভিনয়ের পাশাপাশি এক সময় ইলেকট্রনিক মিডিয়ায় হেড অব মার্কেটিং হিসেবে কর্মরত ছিলেন। তবে অভিনয়ের টানে তিনি আবারও মঞ্চে ফিরেছেন। এখন থেকে নিয়মিত মঞ্চে অভিনয় করবেন বলে জানান সায়েম।
ছবিঃ সায়েম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।