Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তাবিথের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ৪:১৯ পিএম

ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

সোমবার বিকালে উত্তর খান হেলাল মার্কেটে পথ সভায় তিনি এ সব কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, ভবিষ্যতে উন্নয়ন দেখতে চাইলে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। সরকার আপনাদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেবে। আপনারা ভোট কেন্দ্রে না গেলে তারা ভোট চুরি করতে পারবে। সুতরাং আপনাদের অবশ্যই ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে।

তিনি বলেন, ভোটের মাধ্যমে আপনাদেরকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, আপনার ১৯৯১ সালে আপনারা ভোট দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। খালেদা জিয়া আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনারা কি প্রস্তুত আছেন? সহস করে আপনাদের এগিয়ে আসতে হবে।


এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীব,সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এছাড়া উত্তর খান বিএনপির সভাপতি আহসান হাবীব আহসান, ৪৫ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বেপারী ( ঘুড়ি মার্কা) সংরক্ষিত ওয়ার্ডে আইরিন সুলতানা লাকী(চশমা মার্কা) উপস্থিত ছিলেন।

এরপর ময়নারটেকে আরেকটি পথ সভার জন্য যাত্রা শুরু করেন তাবিথ আউয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি নির্বাচন

১৭ জানুয়ারি, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২
১২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ