Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নো টাইম টু ডাই’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

হলিউডের অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। তিনি বিশ্বব্যাপী রূপালি পর্দার আট থেকে ৮০ বছর বয়সের দর্শকদের কাছে জনপ্রিয়। জেমস বন্ড সিরিজে অভিনয় করে ক্রেগ এই খ্যাতি অর্জন করেছেন। সবার কাছে তিনি জেমস বন্ড হিসেবে পরিচিত।
ক্রেগ আবারো বন্ড রুপে দর্শকের কাছে ফিরছেন। মাঝে যদিও পিয়ার্স ব্রসনান নিজের মত করে এই চরিত্রটিতে অভিনয় করেছিলেন। কিন্তু তারপরও অধিকাংশ তরুণীর কাছে বন্ড মানেই ছিল ক্রেগ।
২০০৬ সাল থেকে বন্ড রূপী ক্রেগ পর্দাতে তার যাত্রা শুরু করেছিলেন। ছবির নাম ছিল ‘ক্যাসিনো রয়্যাল’। তারপরে ধীরে ধীরে ২০০৮, ২০১২ এবং ২০১৫ সালে পর্দাতে বন্ড সিরিজের নতুন সিনেমাগুলো নিয়ে হাজির হন তিনি।

শেষবার এসেছিলেন ‘স্পেকট্রা’ ছবি নিয়ে। যতবারই পর্দাতে এসেছেন জয় করেছেন দর্শকদের মন। এবার বিরতি কাটিয়ে ‘নো টাইম টু ডাই’ ছবিটি নিয়ে তিনি আবারও পর্দাতে আসতে চলেছেন। এটি জেমস বন্ড সিরিজে তার অভিনীত শেষ ছবি। এই সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্যারি জোজি ফুকুনাগা। ছবিটি আগামী ৮ এপ্রিল রিলিজ পাবে। সূত্র দ্য ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেতা

১০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ