বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের জনগণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন তাদের ভোটাধিকার সহজে প্রয়োগ করতে পারেন এ জন্যই ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) মেশিন ব্যবহার করা হচ্ছে। অথচ প্রথম থেকেই বিএনপি ইভিএম বিরোধী বক্তব্য দিয়ে আসছে। তিনি বলেন, এ থেকে বোঝা গেল বিএনপি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায় না। গতকাল শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে œ ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি যে ভোট কারচুপির রাজত্ব কায়েম করেছিল সেটা থেকে বেরিয়ে আসতেই কিন্তু এই অত্যাধুনিক ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) মেশিন আনা হয়েছে। এখন বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই প্রযুক্তি গ্রহণ করেছে। এটা জনগনের ভোটাধিকার সহজভাবে প্রয়োগ করার সুযোগ। অথচ এই প্রযুক্তির বিরোধিতা করছে বিএনপি। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়া শেষে আইনমন্ত্রী কসবা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফ, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুর কাউছার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা নির্বাহী র্কমর্কতা তাহমিনা আক্তার রেইনা প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।