মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তর প্রদেশের পুলিশের (ইউপি) বিরুদ্ধে গরিব মুসলিমদেরকে নির্বিচারে নিধন করার অভিযোগ করেছে দেশটির প্রায় ৩০টি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত সপ্তাহে উত্তর প্রদেশের ১৫টি শহর ও এলাকা ঘুরে তৈরি করা রিপোর্ট তারা বুধবার দিল্লিতে প্রকাশ করেন। রাজ্যটিতে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। রিপোর্ট প্রকাশের সময় শিক্ষার্থীরা বলেন, পুলিশ ইচ্ছাকৃতভাবে গরিব মুসলিমদের ওপর গুলি চালায়। এখনও ব্যাপক ধরপাকড় চলছে, মানুষ আতঙ্কিত। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত ১৯ ডিসেম্বর সিএএ বিরোধী বিক্ষোভকারীদের ওপর প্রতিশোধ নেয়ার কথা ঘোষণা করেন। এর পরের দিন থেকেই এই রাজ্যের পুলিশ বেছে বেছে মুসলিমদের ওপর হামলা চালাতে শুরু করে বলে দাবি রাজ্যটিতে সরেজমিনে তদন্ত করতে যাওয়া শিক্ষার্থীদের। উত্তর প্রদেশের মীরাট, মুজাফফরপুর ও আলিগড়ে তদন্ত করতে যাওয়া দলটির সদস্য এবং দিল্লি ইউনিভার্সিটির ছাত্রী থৃতি দাস বলেন, আমরা চারটি দলে ভাগ হয়ে ১৫টি জায়গায় গিয়েছি। তিনি বলেন, আমরা মুসলিমদের ওপর চালানো হামলাগুলোতে একটা কমন প্যাটার্ন লক্ষ্য করেছি। বিবিসি বাংলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।