নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মুজিববর্ষের প্রথম ক্রীড়া আসর বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ আফ্রিকান শক্তি বুরুন্ডিকে মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে বিটিভি এবং আরটিভি।
এ ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। আফ্রিকান চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত লাল-সবুজরা। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানান স্বাগতিক দলের ব্রিটিশ কোচ জেমি ডে। যদিও নিজেদের সেরা একাদশ নিয়ে বেশ চিন্তিত তিনি। এই ম্যাচে থাকছেন না বাংলাদেশ রক্ষণদূর্গের প্রাচীর খ্যাত তপু বর্মণ। এটা বেশ ভাবিয়ে তুলেছে জেমিকে। কারণ বুরুন্ডি আক্রমণাত্মক ফুটবল খেলে থাকে। সব ম্যাচেই প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়ার কৌশল নিয়ে মাঠে নামে তারা। আক্রমণে শক্তিশালী এমন দলের বিপক্ষে ডিফেন্ডার তপু বর্মণকে পাওয়া যাবেনা- এই আফসোস তাড়িয়ে বেড়াচ্ছে লাল-সবুজের কোচকে, ‘সেমিতে তপুকে না পাওয়া আমাদের জন্য অনেক ক্ষতি। বুরুন্ডির মতো দলের শক্তিশালী আক্রমণভাগের বিপক্ষে ওকে প্রয়োজন ছিল। আমাদের আরেকজন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা ইনজুরির কারণে টুর্নামেন্টে নেই। অসুস্থতার জন্য নেই ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন। জামালও ইনজুরিতে ছিল। দলে ইনজুরি থাকায় কঠিন এক পরিস্থিতিতে রয়েছি আমরা। তপুর মতো একজন সেরা খেলোয়াড়কে ছাড়া খেলতে নামাটা অনেক কঠিন। তারপরেও করার কিছু নেই। বিকল্প হিসেবে সুশান্ত ত্রিপুরা, রিয়াদুল হাসান রাফি কিংবা রায়হান হাসানের মধ্য থেকে যে কেউকে নিতে পারি একাদশে।’ তিনি আরো বলেন, ‘বুরুন্ডি গ্রæপ পর্বের দু’ম্যাচে ৭ গোল করেছে। আমার ধারণা ওদের ফরোয়ার্ডদের আটকানো আমার ডিফেন্ডারদের জন্য এটা বড় চ্যালেঞ্জ। রক্ষণভাগে কোনোমতেই ভুল করা যাবে না। ম্যাচের আগে দলে এক বা দু’টি পরিবর্তন আসতে পারে।’
শেষ চার টপকে ফাইনাল খেলতে চান জেমি। তার কথায়, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট আমাদের জন্য বড় একটা সুযোগ। এখানে শিরোপা জিততে পারলে সেটা হবে আমাদের জন্য বড় অর্জন। তবে আগে তো আমাদেরকে সেমিফাইনাল জিততে হবে। ফাইনালে উঠতে নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলবে ছেলেরা এটা আমার ধারণা। যদি ৯০ মিনিটের মধ্যে গোল করতে পারি এবং দল জেতে, তাহলেই তো ভাল। গোল করতে হলে সুযোগ তৈরি করতে হবে। সেটা করতে পারলে অবশ্যই গোল আসবে।’
অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। তবে এ ম্যাচটি আলাদা। বুরুন্ডির আক্রমণভাগ অনেক শক্তিশালী। তারা লঙ্কানদের মতো নয়। ম্যাচটি অনেক কঠিন হবে। আশাকরি আমরা কাল (আজ) ম্যাচটি জিততে পারব। নিজেদের সেরাটা মাঠে ঢেলে দিলে জয় অসম্ভব নয়।’
অন্যদিকে বুরুন্ডির কোচ জসলিন বিফুসা বলেন, ‘সেমিফাইনালের প্রস্তুতি খুবই ভাল হয়েছে। বাংলাদেশ ভাল দল। সেরাটা খেলতে পারলে অবশ্যই আমরা ফাইনালে যাব। কারণ এমন অনেক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে আমাদের।’ তিনি আরো বলেন, ‘আমরা মরিশাসের বিপক্ষে ৪-২-৩-১ এবং সিশেলসের বিপক্ষে ৩-৫-২-১ ফরমেশনে খেললেও স্বাভাবিকভাবেই বাংলাদেশ ম্যাচে ভিন্ন ফরমেশনে খেলব। কারণ শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ দেখে মনে হয়েছে স্বাগতিকরা অনেক শক্তিশালী দল।’ অধিনায়ক তাম্বে আমিশি বলেন, ‘সেমিফাইনালে খেলার যোগ্যতাই প্রমাণ করে দু’টি দলই শক্তিশালী। ম্যাচটা সহজ হবে না। বাংলাদেশ ভাল দল। নিজেদের মাঠে খেলবে ওরা। অবশ্যই জয় তুলে নিতে চাইবে। কিন্তু আমাদের লক্ষ্য ফাইনালে খেলা। লক্ষ্যপূরণে আমরা খুব আত্মবিশ্বাসী।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।