Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আগামীকাল বলিউডের ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ এবং ‘পাঙ্গা’ ফিল্ম দুটি মুক্তি পাচ্ছে। এর মধ্যে প্রথমটির সম্ভাবনা আছে আর পরেরটিরও যে কম সম্ভাবনা তা নয়। ডান্স ড্রামা ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ মুক্তি পাবে টি-সিরিজ সুপার ক্যাসেট্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রেমো ডি’সুজা এন্টারটেইনমেন্টের ব্যানারে। প্রযোজনা করেছেন ভূষণ কুমার, লিজেল ডি’সুজা এবং কৃষণ কুমার। রেমো ডি’সুজা পরিচালনায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, নোরা ফতেহি, প্রভু দেবা, অপরশক্তি খুরানা, সোনম বাজোয়া, রাঘব জুয়াল, বর্তিকা ঝা এবং মুরলী শর্মা। সঙ্গীত পরিচালনায় সচীন সাংবি, জিগার সারাইয়া, গুরু রান্দেভা, ভি, তনিষ্ক বাগচী, বাদশাহ এবং ইনটেন্স। এই ফিল্মটি একই পরিচালকের ২০১৩’র এবিসিডি : এনি বডি ক্যান ডান্স’-এর সিকুয়েল ‘এবিসিডি টুর সিকুয়েল। ফক্স স্টার স্টুডিওজের ব্যানারে মুক্তি পাবে ‘পাঙ্গা’। ফিল্মটি প্রযোজনা ও পরিচালনা করেছেন অশ্বিনী আয়ার তিওয়ারি। অভিনয় করেছেন কঙ্গনা রানৌত, রিচা চাদ্দা, জাস্সি গিল নীনা গুপ্ত এবং পঙ্কজ ত্রিপাঠী। সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর মহাদেবন, এহসান নুরানি এবং লয় মেনদোনসা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ