বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করলেন এস এম রশিদুল হক পিপিএম। গতকাল মঙ্গলবার নগরীর ছোটপুলস্থ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের পুলিশ সুপার থেকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত নূরেআলম মিনাকে বিদায় জানানো হয়। এতে সংসদ সদস্য এমএ লতিফ, এবিএম ফজলে করিম চৌধুরী, চবি ভিসি প্রফেসর শিরীণ আখতার, সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহাবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নুরেআলম মিনাকে বিদায় ও নবাগত এসপি রশিদুল হককে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। বক্তাগণ সদ্য বিদায়ী নূরেআলম মিনার কর্মকাÐের প্রশংসা করে বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি সফল হয়েছেন। নতুন পুলিশ সুপার এ সাফল্য ধরে রাখবেন বলেও প্রত্যাশা তাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।