বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল গত রোববার সম্পন্ন হয়েছে। মাদরাসা মাঠে মাদরাসার দুই দিন ব্যাপি মাহফিলে মাদরাসা প্রিন্সিপাল ড. এ কে এম মাহবুবুবর রহমানের সভাপতিত্বে শেষ দিন রোববার ওয়াজিন ছিলেন ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মুফতি মুহাম্মদ কাফীল উদ্দিন সরকার সালেহী, মজিদিয়া কাশিলা মাদরাসার উপাধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার মোল্লা, ফকীহ মুফতি হেলাল উদ্দিন আল কাদেরী, মুদাররেন মাওলানা আব্দুল আজিজ নেছারী এবং প্রথম দিন শনিবার ওয়াজিন ছিলেন গুলশান শাহজাদপুর জামে মসজিদের খতিব ড. মাওলানা মুর্শেদ আলম সালেহী, মাওলানা আবু হানিফ আনোয়ারী, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মমিনুল ইসলাম খান, মাওলানা নিজাম উদ্দিন নোমানী। ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মুফতি মুহাম্মদ কাফীল উদ্দিন সরকার সালেহী সুরা ফাতেহার ব্যাখা করে বলেন, পৃথিবীতে কুরআন নাজিলের পুর্বেই সুরা ফাতেহা নাজিল হয়েছে। সুরা ফাতেহা পৃথিবীর সূচনার অনেক ব্যাখা বহন করে। তাই পবিত্র কুরআনের সুরা ফাতেহার অনেক তাৎপর্য রয়েছে। প্রথম দিন বিশেষ আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। এছাড়া ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, আওয়ামী লীগ নেতা আকবর হোসেন মনির এবং মাদরাসার গভনিং বডির সদস্য সাবেক পৌর প্রশাসক সফিকুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।